করোনাভাইরাস : রাজশাহীতে আরও সাতজন পজিটিভ
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে আরও সাতজনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার ৬১ নমুনার মধ্যে ওই সাতজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এর মধ্যে রাজশাহীর দুইজন, পাবনার তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুই শিফটে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬১টি নমুনার রিপোর্ট এসেছে। এতে সাতজনের করোনা পজিটিভ আসে।
রাজশাহীর আক্রান্ত দুইজনের বাড়ি চারঘাট উপজেলায়। এদের মধ্যে একজন চিকিৎসক। চাঁপাইনবাবগঞ্জের দুইজনের মধ্যে একজন মেডিকেল টেকনোলজিস্ট। তার বাড়ি গোমস্তাপুর উপজেলায়। পাবনায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহীতে নতুন দুইজন শনাক্ত হওয়ায় আক্রান্ত বেড়ে ৬৩ জনে দাঁড়াল। আর পাবনায় আক্রান্তের সংখ্যা এখন ৫২। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জনের করোনা শনাক্ত হলো।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ