নরসিংদীতে করোনায় আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ জুন ২০২০
ফাইল ছবি

নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬৪১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া দুইজন হলেন- মাধবদী উপজেলার শেখেরচরের ফুলতলা এলাকার রিতা পাল (৫৯) ও মাধবদীর আনন্দী এলাকার আবদুল কাদের (৬৫)।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ মে) করোনা সন্দেহে ৯৩ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (৩ জুন) রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন আরও ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৭ জনের মধ্যে ২৩ জন নরসিংদী সদর উপজেলার ও চারজন মনোহরদী উপজেলার।

এদের মধ্যে করোনায় নমুনা দেয়া মাধবদীর শেখেরচরের ফুলতলা এলাকার রিতা পাল গত শনিবার দুপুরে নিজ বাড়িতে আইসোলেশন থাকা অবস্থায় মারা যান। পরে রোববার সকালে আনন্দী এলাকার আবদুল কাদেরও নিজ বাড়িতে আইসোলেশন থাকা অবস্থায় মারা যান। তাদের দুজনেরই ফলাফল করোনা পজিটিভ এসেছে। তাদের মরদেহ কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে সৎকার ও দাফন করা হয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, বর্তমানে নমুনা সংগ্রহের হার বাড়ার পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে। নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতেও বাধ্য করা হচ্ছে।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।