করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়িতে এসে মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসুস্থ অবস্থায় ঢাকা থেকে বাড়িতে এসে করোনা উপসর্গে ৪৫ বছর বয়সী এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
সাবেদার হোসেন নামে ওই ব্যক্তি কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। তিনি ঢাকায় একটি কোম্পানির গাড়ি চালাতেন বলে জানা গেছে। মৃত্যুর খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা মেডিকেল টিম ওই মৃত বক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠিয়েছে।
জানা গেছে, ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহণ করছিলেন তিনি।
হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
রবিউল হাসান/এফএ/এমএস