করোনাভাইরাস : খুলনায় একদিনে রেকর্ড আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৪ জুন ২০২০

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩০ জন, যশোরের চারজন ও ঢাকার একজন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, দুইজন পুলিশ, একজন কারারক্ষী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (০৪ জুন) রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৪১টি। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ৩০ জনই খুলনার। বাকিরা বাগেরহাট ও যশোর এবং ঢাকার।

তিনি বলেন, খুলনায় আক্রান্তদের মধ্যে ২৯ জন মহানগরীর বাসিন্দা ও একজন পাইকগাছা উপজেলার। মহানগরীতে আক্রান্তদের মধ্যে বিভিন্ন এলাকার নানা পেশার মানুষ রয়েছেন। বিশেষ করে একজন চিকিৎসক, দুইজন পুলিশ, একজন কারারক্ষী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫২ জনে। মারা গেছেন চারজন।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।