জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরলো আফগানিস্তান
দারউইশ রাসুলির অভিষেক হাফসেঞ্চুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে আফগানরা। জিম্বাবুয়ের মাঠে সিরিজের শেষ ম্যাচে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
আফগানিস্তানের হয়ে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন রাসুলি। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি হাঁকানোর পথে ৬ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ২৮ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ২১ বলে অপরাজিত ২৯ রান করেন গুলবাদিন নাইব।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৫ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৬ বলে ২৭ রান করেন ওপেনার ব্রিয়ান বেনেট। ১০ বলে ১৩ রান করেন তাসিঙ্গা মুসেকিয়া। বাকিরা আটকে যান এক অংকে।
বল হাতে আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট শিকার করেন নাভিন উল হক ও রশিদ খান। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট পান ত্রিভর গুয়ান্দু ও রায়ান বার্ল।
এমএইচ/