মাগুরায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
মাগুরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহিদুল মুন্সি (৮৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন) সকালে তার মৃত্যু হয়।
জাহিদুল মুন্সির বাড়ি সদর উপজেলার পারনান্দুয়ালী পূর্ব মুন্সিপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার।
তিনি বলেন, শনিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জাহিদুল মুন্সি মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না রিপোর্ট এলে জানা যাবে।
আরাফাত হোসেন/এএম/এমকেএইচ