আইসিইউতে মারা গেলেন ব্যাংক কর্মকর্তার ভাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৭ জুন ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক ও সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি জাবেদ আহমদের ছোট ভাই উবেদ আহমদ চৌধুরী (৪৮) মারা গেছেন। রোববার (০৭ জুন) সকালে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে মারা যান তিনি।

ব্যাংক কর্মকর্তা জাবেদ আহমদ বলেন, শ্বাসকষ্টে আক্রান্ত হলে উবেদ আহমদকে শনিবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। এ অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

রোববার দুপুর সোয়া ১২টায় সিলেটের গোলাপগঞ্জের কারখানা টিলায় সংক্রমণ বিধিমালা মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত এক হাজার ৪৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৮৪৭ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন।

এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, মৌলভীবাজারে চারজন ও সুনামগঞ্জে তিনজন এবং হবিগঞ্জে দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩৫৮ জন।

ছামির মাহমুদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।