করোনাভাইরাস : খুলনায় চিকিৎসকসহ আরও ৩০ জন পজিটিভ
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে দুইজন চিকিৎসকসহ আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ২৮ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহ ও বাগেরহাট জেলার একজন করে রয়েছেন।
রোববার (০৭ জুন) রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। এটি খুলনায় একদিনে শনাক্ত হওয়া দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত হয়; যার মধ্যে ৩০ জনই খুলনার ছিলেন। গত শনিবার ২৯ জনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে রোববার আরও একজনের বেশি অর্থাৎ মোট ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, রোববার খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৭০টি। এদের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২৮ জনই খুলনা জেলার। বাকি দুইজন বাগেরহাট ও ঝিনাইদহ জেলার।
তিনি আরও বলেন, খুলনায় শনাক্তদের মধ্যে ২২ জনই নতুন, আর বাকি ছয়জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। এছাড়া জুট মিল শ্রমিকসহ এলাকার নানা পেশার মানুষ রয়েছেন।
আলমগীর হান্নান/এএম/এমকেএইচ