মুন্সিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
মুন্সিগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাতে অসুস্থ অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষাণা করেন।
মৃতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের সুলতান শেখ (৬০) ও সদর উপজেলার গোসাইরবাগ গ্রামের মাকসুদা বেগম (৬৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের সুলতান শেখকে মুন্সিগঞ্জ জেনারেল হাপসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সোনারং গ্রামের কুদরত আলী শেখের ছেলে।
এরপর শ্বাসকষ্ট নিয়ে সদর উপজেলার গোসাইরবাগ গ্রামের মাকসুদা বেগমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, রাতেই করোনা পরীক্ষার জন্য ওই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।
আরএআর/পিআর