বরিশালে করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক নারীর (৭০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ মে) বিকেল পৌনে ৩টার দিকে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই নারীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, ৬ জুন বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা ওই নারীকে হাসপাতালে ভর্তি করেন। তিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ভর্তির পর তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ৮ জুন তার রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার সকাল থেকে তার অবস্থার অবনিত হয়। বিকেলে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
সাইফ আমীন/এএম/এমএস