পরিবারের অনীহায় গৃহবধূর দাফন করলেন স্বেচ্ছাসেবকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১২ জুন ২০২০
ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে করোনা উপসর্গ নিয়ে নাজমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমার মৃত্যুর পর তার পরিবার লাশ দাফনে অনীহা প্রকাশ করায় স্বেচ্ছাসেবকদের দিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। নাজমা আক্তার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের শহর আলীর স্ত্রী।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কমর্কর্তা (আরএমও) ডা. সুবীর সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ নাজমার নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারপর তাকে স্বামীর বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। শুক্রবার সকালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবার লাশ দাফনে অনীহা দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবকদের সহায়তায় দাফন সম্পন্ন করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবার ও এলাকার লোকজন দাফনে অস্বীকৃতি জানালে পুলিশের সহযোগিতায় হাসপাতালের স্বেচ্ছাসেবকরা দাফন সম্পন্ন করেন।

কামাল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।