চোখে কালো কাপড় বেঁধে হীরা মণির ধর্ষকদের গ্রেফতার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৪ জুন ২০২০

লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হীরা মণিকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাজিক সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে নিরাপদ নোয়াখালী চাই’র চেয়ারম্যান সাইফুল ইসলাম রাসেল, লক্ষ্মীপুরের সমন্বয়ক রিয়াজ উদ্দিন ও নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাফায়াত সাকিব প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা খুবই বিভৎস। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে বৃহত্তর নোয়াখালীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে স্কুলছাত্রী হত্যার ঘটনায় শনিবার (১৩ জুন) সকালে বিদ্যালয়ের সামনে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন থেকে দোষীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু রোববার বিকেল ৩টা পর্যন্তও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, শুক্রবার (১২ জুন) ঘটনার রাতেই নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। একইদিন সন্দেহভাজন হিসেবে আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করা হয়। তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরা মণিকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। হিরা মনি একই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ক্যানসারে আক্রান্ত বাবাকে নিয়ে তার মা ও ছোট দুই ভাইবোন ঢাকায় হাসপাতালে ছিলেন। হিরা মনি শুক্রবার সকালে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে এসেছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আন্দোলন চলছে।

কাজল কায়েস/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।