সিলেট নগর পুলিশের মিডিয়া অফিসার করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৫ জুন ২০২০

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ আসে।

এ দিন রাত ১২টার দিকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত জেদান আল মুসা জাগো নিউজকে করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত শুক্রবার (১২ জুন) করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষার জন্য নমুনা দিই। আজ রাতে করোনা পজিটিভ বলে জানানো হয়েছে। তার শরীরে করোনার ধরা পড়লেও তিনি ভালো আছেন এবং হোম আইসোলেশন আছেন বলে জানিয়েছেন। শরীরে করোনার তেমন উপসর্গ নেই।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজন বিশ্বনাথ উপজেলার।

এছাড়া রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয় এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৬২ জনে। আর এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮৯জন। হাসপাতালে ভর্তি আছেন ২০৫ জন।

ছামির মাহমুদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।