করোনা জয় করে বাড়ি ফেরার ৫ দিন পর তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৫ জুন ২০২০

ভোলার তজমুদ্দিন উপজেলায় করোনা জয় করে বাড়ি ফেরার ৫ দিন পর শিরিনা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

তিনি ভোলা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিনা আক্তারের করোনাভাইরাস ধরা পড়ার পর তার বাবা-মা ও আত্মীয়-স্বজন তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তখন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শিরিনার উন্নত চিকিৎসাসহ ব্যয়ভার গ্রহণ করেন।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, শিরিনা আক্তার গত ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর আমরা শুনেছি।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।