প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৬ জুন ২০২০

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই নারীর ওপর নির্যাতন চালিয়ে টাকাসহ স্বর্ণালঙ্কার লুটে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন নির্যাতনের শিকার দুই নারী।

Lakshmipur-dakati-2

স্থানীয় সূত্র জানায়, মুখোশ পরা ৫-৬ জন দুর্বৃত্ত সোমবার রাতে স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে। পরিবারের পুরুষ সদস্যরা বাইরে ছিল তখন। এ সময় সফিকুলের ছেলে প্রবাসফেরত মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী-শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে দুর্বৃত্তরা। পরে ৯৫ হাজার টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় তারা। রাতে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেও সহায়তা পাননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, দুর্বৃত্তরা নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি লুট করেছে। একই সঙ্গে দুই নারীর ওপর নির্যাতন চালিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।