করোনাভাইরাসে আরও এক চিকিৎসকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৮ জুন ২০২০

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল হায়দার (৫২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিনদিন আগে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করান চিকিৎসক রফিকুল হায়দার। পরে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বুধবার রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসক রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান বলেন, মিরপুরের পল্লবীর বাসায় একাই থাকতেন চিকিৎসক রফিকুল হায়দার। একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বসবাস করেন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।

বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে রফিকুল হায়দারের জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

জনপ্রিয় চিকিৎসক হিসেবে তার অকাল মৃত্যুতে সাভারে নেমে আসে শোকের ছায়া। চিকিৎসক রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আল-মামুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।