খুমেকে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, জরিনা বেগম (৬০), মোহাম্মদ আলী (৬০), রুমা বেগম (৩৫), কার্তিক (৪০) ও জমশেদ আলম (৬০)।
খুমেকের আরএমও ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ১৬ জুন খুমেকের ফ্লু-কর্নারে ভর্তি হন মহানগরীর খালিশপুর থানা এলাকার বাসিন্দা আব্দুল গনির স্ত্রী জরিনা বেগম (৬০)। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। ১৭ জুন রাতে ভর্তি হন রূপসা উপজেলার খাজাডাঙ্গা এলাকার বাসিন্দা মৃত আরশাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৬০)। বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
১৮ জুন ফ্লু-কর্নারে ভর্তি হন যশোরের অভয়নগর এলকার বাসিন্দা বাবুল ফরাজীর স্ত্রী রূমা বেগম (৩৫)। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে তিনি মারা যান। একই ওয়ার্ডে গত ১৮ জুন ভর্তি হন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া এলাকার বাসিন্দা মৃত নিতাই এর ছেলে কার্তিক (৪০)। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ভর্তি হন খুলনা মহানগরীর ৫ নম্বর ঘাট এলাকার বাসিন্দা মো. আহমেদ আলীর ছেলে জামশেদ আলী। তিনিও সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মারা যান। ডা. মিজানুর রহমান বলেন, মৃত ৫ জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে খুলনায় মোট ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে সূত্র জানিয়েছে। টেস্টের পর এদের মধ্যে কয়েকজনের করোনাও শনাক্ত হয়েছে।
আলমগীর হান্নান/এমএএস/পিআর