লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১৯ জুন ২০২০

লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধ ও ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর গ্রামের ওই বৃদ্ধ গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। দুইদিন আগে সদর হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী হাসপাতালে নেয়া হয়। শুক্রবার (১৯ জুন) সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে গত দুইদিন ধরে করোনার উপসর্গে অসুস্থ থাকার পর শুক্রবার সকালে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে বাড়িতে এক যুবকের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ ও যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ও আশপাশের চার বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে।

জেলার পাঁচ উপজেলায় শুরু থেকে এ পর্যন্ত চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এছাড়া নয়জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তবে ২৫৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হাসপাতাল ও হোম আইসোলেশনে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কাজল কায়েস/এএম/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।