হবিগঞ্জে একদিনে করোনা আক্রান্তের রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২১ জুন ২০২০

হবিগঞ্জে একদিনে রেকর্ড ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫৭ জন। একদিনে এক সঙ্গে এতো বেশি আক্রান্তের খবরে স্বাস্থ্য বিভাগও হতবাক হয়ে পড়েছে।

শনিবার (২০ জুন) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, এটি হবিগঞ্জে এ যাবৎকালে একদিনে করোনা আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। এছাড়া নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করার আর কোনো উপায় নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় শনিবার একদিনে ৮১ জন করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার (শায়েস্তাগঞ্জ উপজেলাসহ) ৪০ জন, মাধবপুরের ২২ জন, চুনারুঘাটের সাতজন, বানিয়াচংয়ের ছয়জন, লাখাইয়ের দুইজন, আজমিরীগঞ্জের দুইজন, বাহুবলের একজন ও নবীগঞ্জ উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন ও মারা গেছেন চারজন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।