চাঁদপুরে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়ালো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:১২ পিএম, ২১ জুন ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে চাঁদপুরে মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে জেলার অর্ধশতাধিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশের ৫৪ জন কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রথম দিকে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা না থাকলেও মাঠপর্যায়ে কাজ করতে হয়েছে। পরবর্তীতে সকল পুলিশ সদস্যকে ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই, মাস্ক ইত্যাদি দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার ১৫ জন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলা পুলিশের সদস্যই ১২ জন রয়েছে। বাকি তিন পুলিশ সদস্য অন্য ইউনিটের। এর আগে জেলা পুলিশের ৪২ জন সদস্য করোনায় আক্রান্ত হন।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, থানার কর্মকর্তা ও সদস্য মিলিয়ে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা সকলে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন। বর্তমানে তারা সকলে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, শনিবার পর্যন্ত জেলা পুলিশের ৫৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ১৮ জন সদস্য ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।