পুলিশে চাকরি হারিয়ে জড়ালেন ডাকাতিতে, অবশেষে শ্রীঘরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২১ জুন ২০২০

সিরাজগঞ্জের আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অপু কুমার (২৭) নামে এক বরখাস্তকৃত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২০ জুন) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপু কুমার শহরের বাহিরগোলা মারোয়ারিপট্টি মহল্লার মৃত রনজিত বীরের ছেলে।

রোববার (২১ জুন) বিকেলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শনিবার গভীর রাতে সয়দাবাদ হাইস্কুলের সামনের সড়কে রশি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় অপু কুমারকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া ও লোহার রডসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় চার ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, গ্রেফতার অপু কুমার পুলিশে চাকরি করতেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়। পুলিশের চাকরি হারিয়ে ডাকাতিতে জড়ালেন অপু কুমার। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।