খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু
খুলনা করোনা ডেডিকেটেড হাসপতালে করোনা আক্রান্ত হয়ে মো মাহামুদ ইকবাল (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো। রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
করোনা হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০ জুন নগরীর মুন্সীপাড়া প্রথম গলির বাসিন্দা এসএম ইব্রাহিম হোসেনের ছেলে মো. মাহামুদ ইকবাল করোনা পজিটিভ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সে সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। আজ রোববার তার মৃত্যু হয়।
আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ