জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ জুন ২০২০
ফাইল ছবি

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হবিগঞ্জ জেলা কারাগারে থাকা নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই আসামির নাম শাহীন (৪০)। তিনি চুনারুঘাট উপজেলার বড়আব্দা গ্রামের সালেহ আহমদের ছেলে।

হবিগঞ্জ কারাগারের জেলার মো. জয়নাল আবেদীন ভূঞা জানান, শাহীন একটি মাদক মামলায় গত ১২ জুন কারাগারে আসেন। মামলাটি বিচারাধীন। তার আসামি নম্বর ২৪৭০/২০। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তার শরীরে জ্বর আসে। ফলে বৃহস্পতিবার সকালে তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।