মাধবপুরে মুক্তিযোদ্ধা নিখোঁজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৫ জুন ২০২০

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কাদির মিয়া নিখোঁজ হয়েছেন। গত ১৫ জুন থেকে নিখোঁজ রয়েছেনতিনি। গতকাল বুধবার (২৪ জুন) নিখোঁজের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুক্তিযোদ্ধা কাদির মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিখোঁজ মুক্তিযোদ্ধা কাদির মিয়ার ছেলে রুকন মিয়া বলেন, ১৫ জুন সকালে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান বাবা। গত ১০ দিন ধরে বাবাকে খুঁজে পাচ্ছি না। কোনো ব্যক্তি বাবার সন্ধান পেলে আমার মোবাইল নম্বর (০১৭৪৫৯২১০৬১) যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম দস্তগির আহমেদ বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। তার সন্ধান চলছে।

রিয়াদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।