মাধবপুরে মুক্তিযোদ্ধা নিখোঁজ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কাদির মিয়া নিখোঁজ হয়েছেন। গত ১৫ জুন থেকে নিখোঁজ রয়েছেনতিনি। গতকাল বুধবার (২৪ জুন) নিখোঁজের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুক্তিযোদ্ধা কাদির মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নিখোঁজ মুক্তিযোদ্ধা কাদির মিয়ার ছেলে রুকন মিয়া বলেন, ১৫ জুন সকালে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান বাবা। গত ১০ দিন ধরে বাবাকে খুঁজে পাচ্ছি না। কোনো ব্যক্তি বাবার সন্ধান পেলে আমার মোবাইল নম্বর (০১৭৪৫৯২১০৬১) যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম দস্তগির আহমেদ বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। তার সন্ধান চলছে।
রিয়াদ/এএম/এমকেএইচ