সিলেট জেলায় নতুন করে ৮১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:০৪ এএম, ২৬ জুন ২০২০

সিলেটে দ্রুত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (২৫ জুন) একদিনেই এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ জন।

সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হলে এই ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার রাতে হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৯৩ জনে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ধরা পড়ে গত ৮ মার্চ। আর গত ৫ এপ্রিল সিলেট বিভাগে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়।

বৃহস্পতিবার এই বিভাগের হবিগঞ্জে ৩০ জন, সিলেটে ৮১ জন, মৌলভীবাজারের ২২ জন এবং সুনামগঞ্জের ১৫ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯১১ জন।

এরমধ্যে সিলেট জেলায় দুই হাজার ৯৩ জন, সুনামগঞ্জে ৯১০ জন, হবিগঞ্জে ৫২২ এবং মৌলভীবাজারে ৩৮৬ জন। হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮১, সুনামগঞ্জে ৯৬, হবিগঞ্জে ৬০ এবং মৌলভীবাজারে ৬ জন রোগী।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০২, সুনামগঞ্জে ৩০২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৪৬ জন।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬১ জন। এরমধ্যে সিলেটে ৪৬, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।