সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি
নওগাঁয় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে এনামুল হক সোনা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ৯টার দিকে শহরের ডিগ্রি কলেজ থেকে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক সোনা সদর উপজেলার বরুনকান্দিগ্রামের নজরুল ইসলামের ছেলে।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে একটি ট্রাক্টর শহরের ডিগ্রি কলেজ রাস্তা দিয়ে শিবপুর বাইপাস সড়কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাক্টরে থাকা শ্রমিক এনামুল হক সোনা ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
আব্বাস আলী/আরএআর/এমকেএইচ