করোনায় ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৮ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন (৫১)। রোববার (২৮ জুন) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন মোতাহার হোসেন। ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও মিজিবাড়ির মৃত ডা. ইছহাক মিজির ছেলে তিনি। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের চাচাতো ভাই ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন এসব তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোতাহার হোসেনের মৃত্যু হয়েছে।

মোতাহার হোসেন ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। রোববার বাদ জোহর ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মরহুমের চাচাতো ভাই ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন বলেন, মোতাহার হোসেন হার্টের রোগী ছিলেন। ১১ জুন রাতে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৩ জুন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফরিদগঞ্জে অবস্থানকালীন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মোতাহার হোসেন। চারদিন আগে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ইকরাম চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।