নরসিংদীতে ২৭ হাজার ইয়াবাসহ ৪ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৯ জুন ২০২০

নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মোল্লা স্পিনিং মিলের সামনে থেকে তাদের আটক হয়।

এ সময় ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি সাদা রঙের মাইক্রোবাস ও সাতটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Narsingdi-Pic-3.jpg

আটকরা হলেন- মোহাম্মদ আজির উদ্দিন (২৭), মো. মিনার (২১), মোহাম্মদ আজাদ মিয়া (৩৪) ও মোহাম্মদ নোমান আহমেদ বকুল (৩২)।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান, ইয়াবাগুলো মাদক ব্যবসায়ীরা সিলেট থেকে নরসিংদীতে নিয়ে আসছিল। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সঞ্জিত সাহা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।