রংপুরে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৫ জুলাই ২০২০

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। একদিনে পাঁচ জেলার সর্বোচ্চ ৭০ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় রয়েছেন ৩০ জন।

এ নিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ৯১ জনে দাঁড়াল। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১২ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রমেকের পিসিআর ল্যাবে লালমনিরহাটের ১৬, গাইবান্ধার ১১, কুড়িগ্রামের ১০ ও নীলফামারীর তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

রোববার (০৫ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি বলেন, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরসহ পাঁচ জেলার ৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

জিতু কবীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।