করোনার কারণে সন্তানকে দুনিয়ার আলো দেখাতে পারলেন না মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৬ জুলাই ২০২০
ফাইল ছবি

মাগুরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ জুলাই) সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি আক্তার (২৬) নামে ওই মায়ের মৃত্যু হয়।

মৌসুমি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি মাগুরা শহরতলীর আদর্শ কলেজপাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাহবুবুর রহমানের স্ত্রী ছিলেন।

মৃতের স্বজনরা জানান, ১ জুলাই মৌসুমি আক্তার ও তার বাবা আবু তাহেরের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ৩ জুলাই মেয়ে ও বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরই মধ্যে মৌসুম আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত শুক্রবার রাতে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

মৌসুমির পরিবারের সদস্যরা জানান, সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মৌসুমি। তার আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। তার বাবা আবু তাহের ঢাকায় চিকিৎসাধীন। মৌসুমিকে শ্বশুরবাড়ির কবরস্থানে দাফন করা হবে।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, গত শুক্রবার (০৩ জুলাই) ওই নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার তার মৃত্যু হয়। ওই নারীসহ এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত মাগুরায় মোট ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫২ জন সুস্থ হয়েছেন।

আরাফাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।