একাই এক বগি নিয়ে রাজশাহী থেকে ঢাকায় এলেন রেল কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৬ জুলাই ২০২০
বনলতা এক্সপ্রেস ট্রেন

করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ পার্সোনাল অফিসার সাহিদুল ইসলামকে ঢাকায় নেয়া হয়েছে।

সোমবার (০৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি বগি যুক্ত করে তাকে ঢাকায় নেয়া হয়েছে। ওই রেল কর্মকর্তাকে ঢাকায় নিতে বনলতায় যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ।

রেল কর্তৃপক্ষ এই কোচকে ‘কোয়ারেন্টাইন কোচ’ দাবি করেছে। এই কোচে সাহিদুল ইসলাম একাই ঢাকা গেছেন। সোমবার তাকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় নেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন সাহিদুল ইসলাম। কোনোভাবেই জ্বর কমছে না তার। তিনদিন থেকে কাশি শুরু হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্টও। তাই তাকে রাজশাহীর ‘করোনা ডেডিকেটেড’ খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় নেয়া হয়েছে। ঢাকার মহাখালী বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

বিষয়টি স্বীকার করে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, সাহিদুল ইসলামের করোনার উপসর্গ রয়েছে। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন তাকে ঢাকায় নিতে হবে। সেজন্য বনলতা এক্সপ্রেসে তার জন্য আলাদা একটি বগি যুক্ত করে ঢাকায় নেয়া হয়েছে।

তিনি বলেন, এটা কোয়ারেন্টিন কোচ। করোনা রোগীদের জন্য এই কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহীতে সাহিদুল ইসলামের নমুনা পরীক্ষা করা হয়নি। তবে করোনার সব ধরনের উপসর্গ আছে তার। ঢাকায় নমুনা পরীক্ষা করা হবে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।