বৃত্তির টাকা করোনা তহবিলে দিলেন মাগুরার স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৭ জুলাই ২০২০

মাগুরায় শিক্ষা বৃত্তির টাকা করোনা রোগীদের সহায়তায় জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করলেন আমিশা রহমান অথৈ নামের নবম শ্রেণির এক ছাত্রী।

সোমবার (৬ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অথৈ বৃত্তির ৫ হাজার টাকা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের কাছে হস্তান্তর করেন।

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমিশা রহমান জানান, ছোট থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে তার। সেই ইচ্ছে থেকেই তার শিক্ষা বৃত্তির টাকা জেলা প্রশাসকের করোনা তহবিলে জমা দিয়েছেন। তিনি প্রাথমিকের সমাপনী ও জেএমসি দুই পরীক্ষায়ই ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছেন। পঞ্চম শ্রেণির বৃত্তি বাবাদ প্রতি ৬ মাস পরপর পাওয় ২ হাজার ১১৮ টাকা থেকে সঞ্চিত ৫ হাজার টাকা সে করোনা সহায়তায় দান করেছে।

আমিশা রহমান আরও জানান, জেএসসি’র বৃত্তির টাকা হাতে পেলে কিছু টাকা তিনি একইভাবে অসহায় দরিদ্রদের জন্য ব্যয় করতে চান। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে অসহায় মানুষের পাশে থাকার ইচ্ছের কথা জানালেন অথৈ।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, আমিশা রহমান অথৈ তার শিক্ষা বৃত্তির টাকা করোনাভাইরাসের তহবিলে দান করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। ভভিষ্যতে উচ্চ শিক্ষিত হয়ে কর্মজীবনে অথৈ অসহায় মানুষের জন্য একইভাবে কাজ করবে সে প্রত্যাশা করি।

মো. আরাফাত হোসেন/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।