করোনাভাইরাস : রাজশাহী মেডিকেলে দুইজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে এবং করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- রাজশাহী নগরীর মালোপাড়া এলাকার তোফাজ্জল হোসেন (৫৮) ও নওগাঁ সদরের পার নওগাঁর শ্যামাপদ (৬৫)। এদের মধ্যে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন পল্লী চিকিৎসক শ্যামাপদ।
মৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন শ্যামাপদ। এ অবস্থায় করোনা পরীক্ষা করাতে নওগাঁ সদর হাসপাতালে পাঁচদিন আগে নমুনা দেন তিনি। কিন্তু রিপোর্ট পাননি। এরই মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে বৃহস্পতিবার সকালে রাজশাহীতে তার মরদেহ সৎকার করা হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তোফাজ্জল হোসেনের করোনা শনাক্ত হয়েছিল আগেই। নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ