করোনায় বিএনপি নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৯ জুলাই ২০২০

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২)। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নুরুল ইসলাম নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও অ্যাজমায় ভুগছিলেন। সোমবার তার শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে তার করোনা পরীক্ষা করালে পজিটিভ শনাক্ত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে জেলা ও সদর বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।