রাজশাহীজুড়ে আরও ৪ জনের প্রাণ নিয়েছে করোনা
রাজশাহী বিভাগজুড়ে প্রাণঘাতী করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার বগুড়ায় তিন জন এবং রাজশাহীতে একজন মারা যান। ওই দিন বিভাগে আরও ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন ১২৪ জন। রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত বিভাগে ৮ হাজার ৪২৯ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে ৩ হাজার ২৭১ জন সেরে উঠেছেন। করোনায় প্রাণ নিয়েছে ১১৪ জনের।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে যে ১৯২ জনের করোনা ধরা পড়েছে তাদের ৮৯ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া বগুড়ায় ৫৫ জন, সিরাজগঞ্জে ৩২ জন, নাটোরে ১৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের করোনা ধরা পড়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়নি নওগাঁ, জয়পুরহাট ও পাবনা জেলায়।
এই একদিনে করোনা সংক্রমণ থেকে যে ১২৪ জন সেরে উঠেছেন, তাদের ৭৮ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়া নওগাঁয় ২৫ জন, সিরাজগঞ্জে ১২ জন, জয়পুরহাটে ৫ জন এবং পাবনায় ৪ জন করোনা জয় করেছেন। গতকাল বগুড়ায় তিন জন এবং রাজশাহীতে এক জনের প্রাণ নিয়েছে করোনা। বাকি ছয় জেলায় প্রাণহানির খবর নেই।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ৩ হাজার ৭১১ জন। এছাড়া রাজশাহীতে এক হাজার ৬০১ জন, সিরাজগঞ্জে ৮২৩ জন, নওগাঁয় ৬৭৪ জন, পাবনায় ৫৯৯ জন, জয়পুরহাটে ৫৫০ জন, নাটোরে ২৯৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় এ পর্যন্ত সর্বোচ্চ ৭০ জন প্রাণ হারিয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ১৫ জন, নওগাঁয় ১০ জন, পাবনায় ৯ জন, সিরাজগঞ্জে ৯ জন এবং নাটোরে এক জনের প্রাণ নিয়েছে করোনা। এখনো করোনায় মৃত্যুর খবর মেলেনি চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে।
করোনা জয়েও বিভাগে শীর্ষে বগুড়া জেলা। এ পর্যন্ত এই জেলার এক হাজার ৭৭৭ জন করোনা জয় করেছেন। এছাড়া নওগাঁয় ৪৮০ জন, রাজশাহীতে ৩২১ জন, পাবনায় ২০৮ জন, জয়পুরহাটে ১৬৯ জন, সিরাজগঞ্জে ১২৬ জন, নাটোরে ৯৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৯৩ জন করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর