মেহেরপুরে পুলিশ, শিক্ষকসহ চারজনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:৩৫ পিএম, ১৩ জুলাই ২০২০

মেহেরপুর সদর থানার একজন পুলিশ অফিসার, গাংনীর সন্ধানী স্কুলের দুই শিক্ষকসহ জেলায় আরও চারজন নতুন করে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টায় পাওয়া রিপোর্টে জেলার ১৪টি নমুনা পরীক্ষায় এ চারজন কোভিড-১৯ পজিটিভ বলে জানান সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৮ জন। ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থতার মধ্য দিয়ে মোট সুস্থতার সংখ্যা ৬৩।

জানা গেছে, গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দু’জন শিক্ষক গেল বৃহস্পতিবার স্কুলে অনলাইনে পাঠদান করানোর সময় জ্বর অনুভব করছিলেন। এদের একজনের বাড়ি সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে অপরজন মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা। নিজ নিজ বাড়ি ফিরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তারা দু’জন নমুনা প্রদান করেন। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে আক্রান্ত আরেকজনের বাড়ি গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি কুষ্টিয়ার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। কুষ্টিয়া থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে নমুনা প্রদান করেন তিনি। আক্রান্ত অপরজন হচ্ছেন মেহেরপুর সদর থানার পরিদর্শক অপারেশন।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, গাংনীর সহড়াতলা গ্রামের আক্রান্ত ওই ব্যক্তি কুষ্টিয়া থেকে করোনাভাইরাস সংক্রমিত হতে পারেন। তবে পুলিশের ওই কর্মকর্তা এবং সন্ধানীর দুই শিক্ষক স্থানীয়ভাবে আক্রান্ত। আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে তারা সংক্রমিত তা নিশ্চিত হতে পারছে না তারা নিজেরাই।

জানতে চাইলে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলেন, যেহেতু আক্রান্ত দুই শিক্ষক বৃহস্পতিবার স্কুল থেকেই অসুস্থতাবোধ করছিলেন তাই এখানে কর্মরতরা ঝুঁকির মধ্যে। যদিও আমরা স্বাস্থ্যবিধি মেনেই অফিসের কাজ করেছি। তারপরেও যারা যারা সেখানে ছিলেন তাদেরকে কোয়ারেন্টিন করানোর নির্দেশনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

প্রসঙ্গত, গত রোববারও জেলায় চারজন আক্রান্ত শনাক্ত ছিলেন। সোমবার আরও চারজন শনাক্তের মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১০৮। এর মধ্যে সদরে ৫৬, গাংনী ৪২ ও মুজিবনগরে ১০। সুস্থ ৬৩ জন।

আসিফ ইকবাল/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।