জেলের জালে বিরল প্রজাতির মাছ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৪ জুলাই ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মরড়া গ্রামের মুরাদ মিয়া বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যান। এ সময় তার জালে বিভিন্ন মাছের পাশাপাশি বিরল প্রজাতির ওই মাছটি ধরা পড়ে।

এদিকে মাছটি দেখতে মুরাদ মিয়ার বাড়িতে উৎসুক জনতা ভিড় করে। পরে আবারও বিলে মাছটি ছেড়ে দেয়া হয়।

স্থানীয় লোকজন এটিকে বলছে ‘টাইগার ফিস’। তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। মাছটি আকারে ছোট। ওজন হবে প্রায় ২৫০ গ্রাম। শরীরে বাদামী রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন ‘টাইগার ফিস’।

হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান খসরু বলেন, এটি বিদেশি মাছ। ইংরেজি নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’ হলেও এর বৈজ্ঞানিক নাম ‘হাইপোস্টমাস’। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এই মাছ অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এই মাছ পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়। স্বভাবে শান্ত প্রকৃতির এই মাছ মিঠা পানিতে বাস করে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।