করোনায় কক্সবাজারে প্রথম পুলিশের মৃত্যু, সহকর্মীর আবেগঘন পোস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৬ জুলাই ২০২০

দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা পুলিশের প্রথম কোনো সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্যের নাম ছোটন দেব (২৯)। তিনি কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ছিলেন।

ছোটন দেব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাতাজুড়ি ধামদর হাট এলাকার সাধন দেবের ছেলে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ছোটন দেব দায়িত্ব পালন করতে গিয়ে ১০ জুন করোনা ‘পজিটিভ’ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে গত এক সপ্তাহ ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

এসপি আরও বলেন, কক্সবাজার জেলা পুলিশের প্রথম সদস্য হিসেবে করোনায় মৃত্যুবরণ করলেন ছোটন দেব। ছোটন ছাড়াও কক্সবাজার জেলা পুলিশের আরও ১৩৪ জন বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্য গত চার মাসে মানবিক সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। কনস্টেবল ছোটনসহ এ পর্যন্ত পুলিশের ৫১ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করলেন।

ছোটনের মৃত্যু নিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন তার ফেসবুকে লিখেছেন, ‘সহকর্মীর চিরবিদায়। মাত্র আট বছরের চাকরি, ২৯ বছর বয়স। ১৩ মাসের এক ফুটফুটে সন্তান রয়েছে তার। একজন সহকর্মী হিসেবে যতটুকু কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি অসহনীয় কষ্ট হচ্ছে আমিও যে এক শিশুর বাবা। মৃত্যু কেন এত কষ্ট দিয়ে যায়? প্রশ্ন করার সাহস, শক্তি, সামর্থ্য কোনোটিই নেই তোমার কাছে। একমাত্র তুমিই জানো কোনটা ভালো, কখন ভালো, কিভাবে ভালো। উত্তর চাই না; শক্তি চাই। এত শোক সহ্য করার শক্তি দিন দিন হারিয়ে ফেলছি আল্লাহ।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।