করোনায় পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৭ জুলাই ২০২০

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আলী মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ জানান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আলী দীর্ঘদিন যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। গত ৫-৭ দিন যাবৎ তিনি জ্বরে আক্রান্ত হন। শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর সিদ্দিকীয় মহল্লার সোনারবাংলা গলির বাসায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সি মাহবুব আলম সোহাগ বলেন, গাজী মোহাম্মদ আলীর করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে নমুনা দেয়া হয়। সেখান থেকে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার মৃত্যুতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এদিকে করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, যশোর জেলার অভয়নগর উপজেলার চালিশিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান (৬৮) গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টায় তিনি হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

এছাড়াও একই উপজেলার একতাপুর গ্রামের বাসিন্দা নিমাই চাঁদের ছেলে বাদল কুসুম (৫২) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার ভোর সাড়ে ৫টায় করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আলমগীর হান্নান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।