মেহেরপুরে একজনের মৃত্যু, জেলা পরিষদ চেয়ারম্যানসহ আক্রান্ত ৫    

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪২ এএম, ১৮ জুলাই ২০২০

মেহেরপুরে করোনায় এক কৃষকের মৃত্যু ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলসহ (৬২) নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) ১৭টি নমুনা পরীক্ষা করলে গোলাম রসূলসহ নতুন করে পাঁচজনের পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন।

অপরদিকে করোনায় মেহেরপুর শহরের এশিয়ানেট পাড়ার কৃষক হামিদুল ইসলাম (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাাঁড়ালো সাত জনে।

মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। করোনা সন্দেহ হলে বৃহস্পতিবার সকালে তার ও পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে গোলাম রসুল ও তার পরিবারের আরও একজন করোনা শনাক্ত হয়েছেন।

আক্রান্ত অপর তিনজন হলেন, শহরের বামন পাড়ার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি, ফুল বাগান পাড়ার এক বৃদ্ধা এবং উত্তর শালিকা গ্রামের এক যুবক।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আক্রান্ত সকলে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে করোনায় মারা যাওয়া হামিদুলের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে কৃষক হামিদুল ইসলাম করোনা শনাক্ত হয়েছিলেন। নিজ বাড়িতে চিকিৎসক কন্যার দেখভালে ছিলেন তিনি। কয়েকদিন পরে অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান কৃষক হামিদুল ইসলাম।

আসিফ ইকবাল/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।