ঝিনাইদহে করোনায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৯ জুলাই ২০২০
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার বিহারি মোড়ে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুলতান আহমেদ বলেন, মৃত ব্যক্তি গত বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার সকালে মারা যান তিনি।

এদিকে, ঝিনাইদহে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। করোনায় এক পর্যন্ত মারা গেছেন ১৩ জন।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।