রাজশাহীতে একদিনে ১৪৩ জনের করোনা শনাক্ত
একদিনেই রাজশাহী জেলায় ১৪৩ জনের প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। এর মধ্যে রামেক ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। এছাড়া রামেক হাসপাতালের ল্যাবে আরও ৪৯ জনের করোনা ধরা পড়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার তাদের ল্যাবে ১৮৭ নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৪৯ জনের নমুনায় করোনা ধরা পড়ে।
এদের মধ্যে ১৩ জনের বাড়ি রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায়। এছাড়া জেলার পুঠিয়া উপজেলার ৩ জন, চারঘাটের ১ জন, বাগমারার ১০ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালের ৮ জন, খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের ১ জন এবং রামেক হাসপাতালের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে রামেক ল্যাবে রোববার ৯৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। এর মধ্যে ৯৪ জনই রাজশাহীর বাসিন্দা। অন্য একজনের বাড়ি নাটোর সদর উপজেলায়।
রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, রোববার তাদের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯৫টি করোনা পজিটিভ পাওয়া গেছে।
রাজশাহীর ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নাটোরের ৫টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহীতে নতুন যে ৯৪ জনের করোনা ধরা পড়েছে তাদের মধ্যে পুঠিয়ার ৫ জন, পবার ৯ জন, তানোরের ৬ জন ও মোহনপুরের ১০ জন রয়েছেন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ১১ জন, রাজশাহী নগরীর ৩১ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ জন এবং র্যাব-৫ এর একজনের নমুনায় করোনা ধরা পড়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ