ভিন্ন পথে ঘরে ঢুকেই স্ত্রীর গলাকাটা মরদেহ দেখলেন নিরঞ্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২০ জুলাই ২০২০

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪২)।

তিনি উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী। নিরঞ্জন পাল পেশায় চা দোকানি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, নিহতের দুই ছেলে দিনাজপুরে বসবাস করেন।কল্পনা রানী তার স্বামী নিরঞ্জন পালের সাথে চাটমোহরের হরিপুর গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

হরিপুর বাজারে নিরঞ্জন পালের একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো নিরঞ্জন পাল রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে রাত সাড়ে ১১টার দিকে পৌঁছান। তিনি এসে বাড়িতে ঢোকার মূল ফটক বন্ধ দেখেন। এসময় তিনি বাড়ির পেছন দিক দিয়ে আরেকটি প্রবেশপথ দিয়ে ঘরে ঢোকেন।

ভেতরে ঢুকে তাদের ঘরের বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, খবর পেয়ে গভীররাতে ঘটনাস্থলে তিনিসহ ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই গৃহবধূকে কে বা কারা হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ওসি আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কল্পনা রাণীর বাবা মনোরঞ্জন পাল সোমবার সকালে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।