চরাঞ্চলের ৭০টি বাড়িতে খাবার পৌঁছে দিলেন মামুন বিশ্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২১ জুলাই ২০২০

 

ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে যমুনার দুর্গম চরাঞ্চলের পানিবন্দি বানভাসি অসহায় মানুষগুলোর দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ‘ফেসবুক মানববতার ফেরিওয়ালা’ খ্যাত মানুষ বিশ্বাস।

মঙ্গলবার সারাদিন কখনও কোমর পানিতে, কখনও বুক পানিতে ভিজে দুর্গম চরাঞ্চলের ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

Mamun-(1).jpg

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুঠিয়া ও ভাটদিঘুলিয়া চরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শাহরীয়ার ইমন, জাকারিয়া ও মজিদ।

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল ৫ কেজি, ময়দা ৫ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, চিনি হাফ কেজি, ডাল হাফ কেজি, স্যালাইন ৫ পিস, লবণ ১ কেজি, শিশুদের জন্য ড্রাইকেক, পটেটো ও বিস্কুট ১০০ প্যাকেট।

Mamun-(1).jpg

মামুন বিশ্বাস জানান, সকলের সহযোগিতা নিয়েই অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছিলাম। মোট ৪৮ হাজার ৮৭০ টাকা অর্থ সহায়তা পেয়েছি।

এর মধ্যে থেকে মঙ্গলবার ৭০টি পরিবারকে মোট খরচ ৪৩ হাজার ৩০০ টাকার খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। হাতে এখনো ৫ হাজার ৫৭০ টাকা আছে। মানুষের বড় ও ক্ষুদ্র দানগুলো যুক্ত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।আমাদের এ কাজ চলমান থাকবে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।