রাজশাহীর দুই ল্যাবে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:৫৯ এএম, ২২ জুলাই ২০২০

রাজশাহীর দুটি ল্যাবে আরও ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৫ জনই জেলাটির বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি পাবনায়। মঙ্গলবার মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতালের আলাদা ল্যাবে তাদের করোনা ধরা পড়ে।

এর মধ্যে রামেকের ভাইরোলজি ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৪৯ জনের করোনা ধরা পড়ে রামেক হাসপাতালের মালিক্যুলার বায়োলজি ল্যাবে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮৮টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এদের ৩০ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাকিদের মধ্যে রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র‌্যাব-৫ সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, গোদাগাড়ী, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

অন্যদিকে, রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীর ১৪৪টি, পাবনার ৪১টি এবং নাটোরের দুটি নমুনা ছিল। এর মধ্যে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর ৪৬ জনের মধ্যে ৩৩ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। আর ১২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী। বাকি একজন জেলার বাঘা উপজেলার বাসিন্দা। আর পাবনার তিনজনের মধ্যে দুইজনের বাড়ি সুজানগর উপজেলায়। একজনের বাড়ি সদর।

দুই ল্যাবে ৯৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৭৫ জনে দাঁড়াল। রাজশাহীতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭৬ জন। করোনায় মোট মারা গেছেন ১৮ জন।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।