মৃত্যুর পরদিন জানা গেল করোনা আক্রান্ত ছিলেন প্রাথমিকের শিক্ষক
হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) একজনের এবং সোমবার (২০ জুলাই) স্কুলশিক্ষকের মৃত্যু হয়।
মৃত আমিনুল ইসলাম ফরিদ (৫৫) বাহুবলের হাফিজপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুর পরদিন মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে সোমবার তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দাশ।
তিনি বলেন, উপজেলায় প্রথম করোনায় মারা গেলেন আমিনুল ইসলাম। ১৮ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
অপরদিকে, চুনারুঘাটে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল আহাদ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আব্দুল আহাদ উপজেলার সতং বাজারের কদম আলীর ছেলে।
চুনারুঘাট উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, রোববার করোনার উপসর্গ নিয়ে আব্দুল আহাদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বুধবার সকালে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমএস