দেশে ফিরেই ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২২ জুলাই ২০২০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আবু বাক্কার ওরফে বক্করকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে পাকুন্দিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পাকুন্দিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল জানান, ১২ বছর আগে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের আবু বাক্কারের সাথে বিয়ে হয় ময়মনসিংহের পাগলা উপজেলার বীরই খালপাড় গ্রামের মো. সোহরাব উদ্দিনের মেয়ে মাহফুজা আক্তারের।

৬ বছর আগে স্বামী আবু বক্কর বিদেশ চলে গেলে দুই সন্তান নিয়ে মাহফুজা বাবার বাড়িতে থাকতেন।

গত ১৭ জুলাই আবু বাক্কার দেশে ফিরেন। গত সোমবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন মাহফুজা। ওই দিন রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া হয়।

এ ঘটনার জের ধরে সোমবার দিবাগত শেষ রাতে ঘুমন্ত অবস্থায় মাহফুজাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আবু বাক্কার।

এ ঘটনায় নিহত মাহফুজার বাবা বাদী হয়ে মঙ্গলবার পাকুন্দিয়া থানায় আবু বাক্কারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।