তীর ভেঙে নদীতে পড়ে জালসহ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৪ জুলাই ২০২০
ফাইল ছবি

ভোলায় মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েসাবাদ গ্রামের বাসিন্দা মহসীন মাঝির ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানান, শুক্রবার সকালের দিকে বেতুয়া ঘাট এলাকায় ঝাঁকি জাল দিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন জসিম উদ্দিন। নদীর তীরে মাছ শিকারের এক পর্যায়ে তীর ভেঙে জালসহ নদীতে পড়ে যায় জসিম। পরে স্থানীয় জেলেরা তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেয়।ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।

চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সন্ধান চালিয়ে যাচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।