করোনায় টাঙ্গাইল পৌর মেয়রের সহকারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৪ জুলাই ২০২০

টাঙ্গাইল পৌর মেয়রের সহকারী হাসান মাহমুদ (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে গেলে তার মৃত্যু হয়।

তিনি টাঙ্গাইল পৌরসভার দক্ষিন থানা পাড়ার মৌলভী আব্দু রৌফের ছেলে ও এক কন্যা সন্তানের জনক। গত ১০ জুলাই তার করোনা পজিটিভ আসে। পরে ডাক্তারের তত্ত্বাবধানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায়। পরে ইসলামী ফাউন্ডেশনের নিয়মানুযায়ী টাঙ্গাইলের বেবীস্ট্যান্ড কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।