করোনাভাইরাস : ফেনীতে আরও ১৬ জন শনাক্ত
ফেনীতে নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ৫৭ জনের প্রতিবেদন এসেছে। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় একজন, দাগনভূঞায় চারজন, ছাগলনাইয়ায় তিনজন ও পরশুরামে আটজন। জেলায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে করোনায়।
পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, সোমবার পর্যন্ত ছয় হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ছয় হাজার ৩৯১ জনের প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত এক হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৪৫৪ জন, সোনাগাজীতে ১৯৪ জন, দাগনভূঞায় ২৫০ জন, ছাগলনাইয়ায় ১৪৪ জন, ফুলগাজীতে ৭০ জন ও পরশুরামে ৭৮ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ২০ জন। এদের মধ্যে ৭৫৯ জন সুস্থ হয়েছেন। ২৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।
রাশেদুল হাসান/এএম/এমকেএইচ